গুড় খাঁ
গুড় খাঁ
নাম ছিল নুর খান
চা’র সাথে গুড় খান
খুব প্রিয় তার মিঠে গুড় চা,
কেউ চায়ে দিল চিনি
ফুলিয়ে দুগাল তিনি
রাগ-অভিমানে যান মূর্ছা।
তারপরে হলে হুশ
নিজেকেই মেরে ঘুষ
ভেঙে দেন দরোজার হুড়কা,
এইসব দেখে লোকে
কথা কয় চোখে চোখে
পাল্টিয়ে নাম দিল গুড় খাঁ।
.jpeg)