ইশ
ইশ!
পলাশ মাহবুব
মুরগিতে দুধ দেয়
ডিম পাড়ে গরু,
ইয়া বড় হাতিটাও
লিকলিকে সরু।
শেয়ালের মাথা মোটা
পণ্ডিত গাধা,
হরিণের খোয়ারেতে
বাঘ থাকে বাঁধা।
পুঁটিদের উৎপাতে
বোয়ালেরা ভীতু,
বছরের বারো মাস
একটাই ঋতু।
দোয়েলর ভাঙা গলা
কাকে দেয় শিস,
কোকিলের কা কা ডাকে
ঘুম ভাঙে ইশ!
